ঈশ্বরদীতে শীতার্থ মানুষের পাশে জেলা ও উপজেলা প্রশাসন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বিগত কয়েকদিন ধরে ঈশ্বরদীতে বইছে শৈতপ্রবাহ। শীতের তীব্রতা ও হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে । প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না সাধারন কর্মক্ষম মানুষ। চরম বেকায়দায় পড়েছে নি¤œ ও মধ্যম আয়ের মানুষগুলো। হাড় কাঁপানো শীতে জুবুথুবু খাচ্ছে শিশু ও বৃদ্ধরা। উষ্ণতা পেতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে। ঘন কুয়াশার কারনে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে দুরপাল্লার গাড়ি গুলো। দেখা মিলছে না সূর্যের। আবহাওয়া অফিস জানায়, রবিবার সর্বনি¤œ তাপমাত্রা ১ ডিগ্রী কমে ৯.৫ ডিগ্রী দাঁড়িয়েছে। ঈশ্বরদীতে তাপমাত্রা ৮.৮ ডিগ্রী হতে ১০.৫ ডিগ্রীর মধ্যে উঠানামা করছে।
কনকনে শীত উপেক্ষা করে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে ঈশ্বরদী জংশনের প্লাটফর্মে শুয়ে থাকা ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পাবনার জেলা ও ঈশ্বরদী উপজেলা প্রশাসন। ২০শে ডিসেম্বর হতে প্রতিদিনই গভীর রাতে গাড়িতে কম্বল নিয়ে জেলা প্রশাসক কবীর মাহমুদ ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান রেল ষ্টেশন, চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত ও অসহায় মানুষগুলোর মধ্যে এ কম্বল বিতরণ করেন। ইতোমধ্যে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও জানান, প্রতিটি ইউনিয়নের জন্য ৪৬০টি করে চেয়ারম্যানদের প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।