শিরোপা উৎসব করেই ২০১৯’কে বিদায় দিল লিভারপুল। নতুন বছরের আগে তাদের হাতে তেমন কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ নেই। তাইতো শনিবার (২১ ডিসেম্বর) রাতে ফ্লামেঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নাচে-গানে মাতে ফিরমিনো-মানেরা। এ দিন ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে লিভারপুল। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। তবে সুযোগ পেলে বসে থাকেনি ফ্লামেঙ্গো। তারাও লিভারপুলের বিপদসীমায় ভয় ধরিয়েছেন বেশ কয়েকবার। যদিও তাতে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফিরমিনোর শট ফিরে পোস্টে লেগে। ৫৪তম মিনিটে আলিসনের নৈপুণ্যে বেঁচে যায় লিভারপুল। আর ৭৭তম মিনিটে মোহামেদ সালাহ জালে বল পাঠালে অফ সাইডের জন্য গোল হয়নি। বলতে পারেন দুর্ভাগ্য যেন ভালোভাবেই বন্দী করেছে লিভারপুলকে। শেষমেশ অতিরিক্ত সময়ের প্রথমার্ধে সাফল্য এনে দেন ফিরমিনো।
ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ফ্লামেঙ্গো। এর আগে ২০০৫ সালের ফাইনালে ব্রাজিলের দল সাও পাওলোর বিপক্ষে হেরেছিল এই লিভারপুল। এবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নদের সুবিধা করতে দেয়নি। শিরোপা নিয়েই ঘরে ফিরে ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।