স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বিজয় দিবসের কর্মসুচি চলাকালে আওয়ামীলীগের দু’টি গ্রুপের মধ্যে সৃষ্ট ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনার পর ঈশ্বরদীতে উপজেলা আওয়ামীলীগ এবং পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর পক্ষ থেকে পৃথক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার সকালে প্রেসক্লাবে। এ সম্মেলনে বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু ও এম.রশিদউল্লাহ। এ সময় জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মাহজেবিন শিরিন পিয়া,ইঞ্জিনিয়ার কবীরুল ইসলাম,যুবলীগ সভাপতি তমাল শরীফ ও ছাত্রলীগ সভাপতি রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু অভিযোগ করে বলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে যুবলীগ অফিসে হামলা করে ভাংচুর করে উত্তেজনার সৃষ্টি করে।তিনি বলেন, ঐ পক্ষটি জনমনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে তৎপর রয়েছে। কোনভাবেই ঈশ্বরদীতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া যাবেনা। দেশের সবচেয়ে বড় রুপপুর প্রকল্প যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখার আহবান জানান তিনি।
অপরদিকে একই দিন দুপুরে ঈশ্বরদী পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল আজাদ মিন্টু পৌরসভায় পাল্টা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টুর সাংবাদিক সম্মেলনে দেওয়া বক্তব্যকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি যুবলীগ অফিস ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবি করে বলেন,পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক গত ৫ ডিসেম্বর পৌরবাসীকে নিয়ে বিজয় র্যালি করার সিদ্ধান্ত হয়। বিজয় দিবসের দিন শহরের বিভিন্নস্থানে আমাদের মিছিলকে বাধাগ্রস্ত করে হামলা করে আহত করা হয়। এসময় পৌর কাউন্সিলর ইউসুব আলী প্রধান,ফিরোজা বেগম,রহিমা বেগম,আমিনুল হক ও আবুল হাসেম উপস্থিত ছিলেন।