এম,এ,মান্নান
সুনামগঞ্জের
মধ্যনগর শালদিঘা হাওরের একাংশের কুরি বিলের আবাদি ফসলি প্রায় একশ একর জমি
পানি বন্দী হয়ে ডুবে আছে,অনাবাদের আশংকায় ভুগছেন কৃষকেরা। জানা যায় পানি
উন্নয়ন বোর্ডের রোই প্রকল্পের বেরি বাঁধ নির্মাণ করা হয়েছে গত বছর,পানি
নিষ্কাশনের কালবাট ডেইন দেওয়া হয়নি যার দরুন পানি বন্দী রয়েছে এসব জমি
গুলো, সঠিক পরিকল্পনার অভাবে ফসলের ক্ষেত অনাবাদি হওয়ার আশংকা দেখা
দিয়েছে,দায়িত্ব প্রাপ্ত তদারকি অফিসার গন পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই
বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে,ফলে জমি গুলো পানি বন্দী করা হয়েছে। এ
অবস্থায় জরুরি বিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে,জমিতে চাষাবাদ
করা যাবেনা,এ বিষয়ে মধ্যনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার এর
সাথে কথা হলে তিনি বলেন আমি ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর
রহমান এর সাথে কথা বল্লে তিনি বাঁধ কটে দেয়ার নির্দেশ দেন। জমির মালিকেরা
হতাশায় ভুগছে যে এখনো এর কোনো ব্যবস্হা নিয়ে সুরাহা করছেনা কতৃপক্ষ। সেই
সাথে কর্তব্য রত কতৃপক্ষের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে কৃষকেরা
জোর দাবী জানাচ্ছে।