রাজশাহীতে ভারতীয় ভিসা পেতে কোনো এজেন্ট বা প্রতারকদের কাছে না যাওয়ার আহবান জানিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেন,ভারতীয় ভিসার চাহিদা বাড়ছে। চলতি বছরে ৩০ শতাংশ বেড়েছে ভারতীয় ভিসা। এবছর শুধুমাত্র রাজশাহীতেই মোট আড়াই লাখ ভিসা ইস্যু করা হয়েছে। রবিবার সকালে রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। সঞ্জীব কুমার ভাটি আরো বলেন, আগের চেয়ে বাংলাদেশীদের জন্য ভিসা প্রাপ্তি সহজ করা হয়েছে। আগের বছর (২০১৮ সালে) রাজশাহী থেকে মোট ১ লক্ষ ৯০ হাজার ভিসা প্রদান কার হয়। চলতি বছরে ৩০ শতাংশ বাড়ছে তা দাঁড়িয়েছে আড়াই লাখে। তিনি বলেন, ভিসা প্রত্যাশার জন্য নিজে সেন্টারে যান। কোন ধরণের এজেন্ট বা প্রতরকদের কাছে না গিয়ে নিজে সঠিক তথ্য দিয়ে আবেদন করলেই আপনারা ভিসা পাবেন। এটি করলে আপনাদের সময় ও টাকা দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি আমাদের সময়ও বেঁচে যাবে। তিনি আরও বলেন, সামনে মুজিব বর্ষ আসছে। এটি নিয়ে আমরা রাজশাহীতে একটি যৌথ সিনেমা প্রদর্শনী ও খাবার মেলার আয়োজন করবো। এর মাধ্যমে আমাদের নিজেদের সংস্কৃতিক সম্পর্ক আরও জোরালো হবে বলে জানান তিনি। রবিবার আড়াই লাখ নম্বর ভিসাটি মাসুমা আকতারের হাতে তুলে দেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সেকেন্ড সেক্রেটারি ব্রিজদেও প্রসাদ, স্টেট ব্যাংক অব ইন্ডয়ার রাজশাহীর ম্যানেজার নুরুল ইসলাম প্রমুখ।