শনিবার বিকালে সরে জমিনে গিয়ে দেখা যায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অর্থায়নে ৩৬/১১ ফুট নির্মানাধীন ব্রীজ পুরাতন ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে। ব্রীজের সিসি ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়েছে ঐ ব্রীজেরই পুরাতন ভাঙ্গা ইট।বিষয়টির ব্যাপারে ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান আমি ঠিকাদারকে তার নির্ধারিত কাগজ পত্র অনুযায়ী কাজ করতে বলেছি। এই ব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন পুরাতন ইট দ্বারা কাজ হচ্ছে এই অভিযোগ স্থানীয় ভাবে আসলে আমি বিষয়টি নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা বলে কাজ বন্ধ করে দেই। অত্র এলাকার সাধারন জনগনের সাথে কথা বললে তারা জানান ব্রীজের কাজ যেন ভালভাবে করা হয় এই জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।সংশ্লিষ্ট কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারের সাথে কথা বললে তিনি জানান,ইট বিছাতে নিষেধ করলে আমি তা করব না। নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আমার দায়িত্ব পালনকালে কোন কাজের কোন অনিয়ম বরদাস করা হবে না। অনিয়ম হলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।