জেলা প্রশাসক বরাবর অভিযোগ বগুড়ায় ওয়াশ ব্লকের কাজ না করে অর্থ আত্মসাৎ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়নের ২০১৬-১৭ ইং অর্থ বছরে স্থানীয় পরিচালন সহায়তা প্রকল্প (এলজি এসপি -৩) এর অধীনে ছাতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক স্থাপন প্রকল্প বাস্তবায়ন না হলেও ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রকল্পের টাকা উত্তোলন, সন্তোষ্ট জনক কাজ হয়েছে বলে অফিসে কাগজ পত্র জমা, জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী।
সরে জমিনে ও বগুড়া জেলা প্রশাসক বরাবর অভিযোগ সুত্রে জানা গেছে, ছাতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬-১৭ ইং অর্থ বছরে এলজিএসপি-৩ এর প্রকল্পের মাধ্যমে ওয়াশ ব্লক এর কাজেরর জন্য অর্থ বরাদ্দ হয়ে, কাজ না করেই অর্থ উত্তোলন করা হয়, তৎসময়ের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,মাঝিহট্র ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ সোহাগ ওয়াশ ব্লকের জায়গা মাপযোগ করে গেলেও তা বাস্তবায়ন করেনি। ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজের সাথে কথা বললে তিনি জানান, কাজ না হলে কি এমনি সন্তোষ্ট জনক রিপোর্ট প্রদান করা হয়? প্রকৃত পক্ষে আমাদের প্রতিনিধি শনিবার দুপুর ১২ টায় স্কুলে সরে জমিনে যেয়ে দেখতে পায় যেখানে ওয়াশ ব্লকের কাজ হওয়ার জন্য নির্ধারিত করা হয়েছিল, সেখানে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা ফুলের বাগান করেছে। এব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সহ সভাপতি গোলাপ, সদস্য আব্দুল হান্নান, এনামুল হক, লিপি বেগম, রোকেয়া আক্তার, তামান্না স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করে। তারা জানান কাজ না করেই চেয়ারম্যান উক্ত প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকল্পের টাকা আত্মসাথের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা প্রশাসক সহ সযশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বত কর্তৃপক্ষে জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ম্যানেজিং কমিটির সকল সদস্য ও অভিভাবক বৃন্দ।