ঈশ্বরদীর পিজিসিবিতে আর্ন্তজাতিক মানের দেশের প্রথম পলিটেকনিক ইনস্টিউটের উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যত প্রজন্মকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সিঙ্গাপুরের নানিয়ান পলিটেকনিকের আদলে দেশে ৭টি আধুনিক ও বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিউট প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বিকেলে ঈশ্বরদীর জয়নগরে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ পরিচালিত স্কুলের সাথে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল মানুষের উপস্থিতিতে পলিটেকনিক ইনস্টিউটের শুভ সূচনা ও উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পিজিসিবি’র পরিচালনা পর্ষদের পরিচালক এ কে এম এ হামিদ। স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন পিজিসিবির প্রধান প্রকৌশলী (সঞ্চালন-২) মুহাম্মদ সাইফুল হক। স্বাগত বক্তব্য রাখেন এইচভিডিসি’র তত্ত¡াবধায়ক প্রকৌশলী আবু রায়হান। ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, নির্বাচিত জনপ্রতিনিধি, সামাজিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, বিদ্যুতের এইচআরএম এর মহাব্যবস্থাপক নাসরুল্লাহ জায়েদী, ঈশ্বরদী জিএমডির নির্বাহী প্রকৌশলী এনাযেত করিম। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, পিজিসিবি’র ডি’প্রকৌশল মইনুল তারিক, সিবিএ সভাপতি আব্দুল হাই, অধ্যক্ষ আইনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী, অধ্যক্ষ রবিউল আলম, চাউলকল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান মালিথা, পিজিসিবি উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম।