চলছে বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের চেতনায় এ মাসের শুরু থেকেই জাতীয় পতাকার ব্যবসারহার বেড়ে যায়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিন জাতীয় পতাকা উড়ানোর ধূম পড়ে যায়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি চুড়ান্ত রূপ ধারণ করে। বাড়ির ছাদে, বারান্দায়, গাড়িতে, রিকশায়, এমনকি মোটরসাইকেলে লাল সবুজের পতাকা পতপত করে উড়তে থাকে। তাই পতাকা কেনারও উৎসব লেগেছে। এজন্য পাবনার চাটমোহরে চলছে জাতীয় পতাকা বিক্রির ধুম। বাঁশে পতাকা টাঙিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছেন এই বিক্রেতা। মাদারীপুরের শিবপুর উপজেলার বাসিন্দা পতাকা বিক্রেতা হাবিব (২৮) জানালেন, প্রতিবছরই ডিসেম্বর মাসে পতাকা বিক্রি করেন তিনি। তিনি মাদারীপুরের শিবপুর উপজেলার বাসিন্দা। স্ত্রী ও ১ ছেলে রেখে পতাকা বিক্রি করতে পাবনার চাটমোহর এসেছেন। প্রতিদিন অর্ধশত পতাকা, বিজয়