সিরাজগঞ্জের তাড়াশে লটারীর মাধ্যমে ২০১৯-২০ অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝদক্ষিণা বাজারে ৪ শত কৃষকের মাঝে থেকে ৪শত মে:টন ধান ক্রয়ের মাধ্যমে শুরু হয় আমন ধান সংগ্রহ । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ, জেলা খাদ্য কর্মকর্তা এ এম মাহবুব রহমান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রফিকুল ইসলাম, ও,এল,এস,ডি ফরিদুল ইসলাম, দেশীগ্রাম ইউপি আব্দুল কুদ্দুস সহ স্থানীয় কৃষক-কৃষানী। এই অর্থ বছরে উপজেলার প্রান্তিক কৃষকদের নিকট থেকে ২হাজার ৪শত ৫২ মেঃ টন আমন ধান সংগ্রহ করবে সরকার।