“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এতে সহযোগিতা করেন বেসরকারি সংস্থা (এনজিও) ওয়ার্ল্ড ভিশন, কারিতাস (প্রদীপ) ও বারসিক। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিআরডিবি হল রুমে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে কারিতাস প্রদীপ এমজেএফ প্রকল্পের চারজন রয়েছে। শ্রেষ্ঠ জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী প্রিসিতা রেমা, সফল জননী নারী অরুনা কুবি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ছিহিনা রিছিল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আফরোজা সুলতানা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী সন্ধ্যা রানী সাংমা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান, আফরোজা বেগম, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান ও বাংলাদেশ মহিলা পরিষদের উপজেলা পর্যায়ের নেত্রী সাবিহা আক্তার।
ওই অনুষ্ঠানের অতিথিরা এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক কামরুন নাহার, কারিতাস প্রদীপ এমজেএফ প্রকল্পের কর্মী মো.মুজিবুর রহমান, বারসিক কর্মী গুঞ্জন রেমা, ওয়ার্ল্ড ভিশন নাজিরপুর এপির কর্মী শান্তি দেবনাথসহ উপজেলার বিভিন্ন নারী সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।