বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখতে হবে। শিক্ষার্থীদেরও সচেতনতার মধ্য দিয়ে সমাজের কুসংস্কার, বাল্য বিবাহ রোধে ভ‚মিকা রাখতে হবে। আমরা বাল্য বিবাহ, ইভটিজিংমুক্ত বগুড়া দেখতে চাই। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সততা ষ্টোর করা হয়েছে। এই সততা ষ্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের সততার মনোভাব তখন থেকেই সৃষ্টি হবে। রোববার বগুড়ার জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ ও স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের নবীন বরণ, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ফয়েজ আহাম্মদ নবীন ছাত্রীদের অভিনন্দন জানান এবং মনোযোগ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে নিজেদের গড়ে তোলার আহবান জানান। জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুর রহমান বিটুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মাহাবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, এরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল লতিফ মন্ডল, শিবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কাসেম ফকির, কলেজের দাতা সদস্য তাহমিনা হোসেন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছা. শিরিন আক্তার, সাবেক কাউন্সিলর মাহফুজার রহমান মাফু, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন, রাবেয়া মেমোরিয়াল কে, জি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষিকা মোছা. সাদেকা তাহেরা (সোমা), প্রাক্তণ অধ্যক্ষ কেবিএম মুসা, প্রাক্তণ অধ্যক্ষ আব্দুল মান্নান, জনতা কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, তছলিম উদ্দিন তরফদার কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নুনগোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন খান, গোলাম রসুল ও নুরুল আলম। অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুস্তফা আল মামুন ও হোসনে আরা মামুন নামীয় বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক নফিজ উদ্দিন ও প্রভাষক আখতার উল আলম। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন জান্নাতুল ফেরদৌসী, প্রভাষক শামিমা বেগম, হাসিনা মুঞ্জিলা, আইনুল হক প্রমুখ।