নাটোর শহরের বিভিন্ন স্থানে বিদ্যুতের নষ্ট খুঁটিগুলো এখন দুর্ঘটনা ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ,খুঁটি গুলো দ্রুত সরানো না হলে যেকোন সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই দ্রুত নতুন খুঁটি স্থাপনের দাবি তাদের।
নাটোর শহরের ব্যস্ততম এলাকা কাপুড়িয়াপট্টি। রাস্তার ধারে কোনোমতে দাঁড়িয়ে আছে বৈদ্যুতিক খুঁটি। খুঁটির গোড়া ক্ষয়ে গেছে অনেক আগেই। ভেঙে পড়ে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, শহরের বিভিন্ন স্থানে একরম শতাধিক খুঁটি নষ্ট হয়ে গেলেও উদাসীন কর্তৃপক্ষ।
এ বিষয়ে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, খুঁটি পরিবর্তনের জন্য বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। কিছু কিছু স্থানে নতুন খুঁটি লাগানো হচ্ছে। তবে কাজে কিছুটা ধীরগতি রয়েছে বলে জানান ।
এমন পরিস্থিতি স¤পর্কে জানতে চাইলে শুরুতে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস। পরে অবশ্য বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস জানান, বরাদ্দ পেলেই দ্রুত পরিবর্তন করা হবে নষ্ট খুঁটিগুলো।
এদিকে, বড় কোন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ খুঁটিগুলো দ্রুত সরানোর দাবি স্থানীয়দের।