স্টাফ রিপোর্টার ঃ বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এক বিশাল র্যালি শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে পাবনা কলেজের কনফারেন্স রুমে আলোচনা সভায় অংশ গ্রহন করে।
শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পাবনা-সিরাজগঞ্জ জেলা ক্লাস্টার কমিটির সভাপতি ও পাবনা সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সভাপতি অধ্যাপক কে এম মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির সভাপতি সাংবাদিক লেখক বীর মুক্তিযোদ্ধা আবদুল জববার, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর সভাপতি মো. আবুল কাশেম, বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান বাবলু রেনাতোষ কোড়াইয়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা কালব প্রোগ্রাম অফিসার মো. কোরবান আলী, সাাঁথিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক কামরুল ইসলাম, মথুরাপুর খ্রি. কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউস গমেজ, ফরিদপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন ও ভাইস-চেয়ারম্যান মহস্বিতা ঘোষ প্রমুখ।
বক্তাগণ সবাইকে মিতব্যয়ী ও ভবিষ্যতের জন্য সঞ্চয়ী হওয়ার ব্যাপারে উৎসাহী করতে জোরালো আহবান জানান।