ঈশ্বরদীতে জাতীয় সাংবাদিক সোসাইটির পক্ষে রত্নগর্ভা মাসহ গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সোসাইটির সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশ অনেক জঞ্জাল মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন,রাজশাহী রেঞ্জের ডিআইজির পক্ষে রেঞ্জ পুলিশ সুপার মনিরুল ইসলাম। শনিবার রাতে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সোসাইটির( জেএসএস) অভিষেক,গুণীজন সম্বর্ধনা,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জাতীয় সাংবাদিক সোসাইটির(জেএসএস) কেন্দ্রিয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এ্যাড,এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার গৌতম কুমার সরকার,সংগঠনের কেন্দ্রিীয় মহাসচিব নাসিরউদ্দিন বুলবুল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.শিব্বির আহমদ,ভাইস চেয়ারম্যান,দীপক কুমার পাল,ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ,কেন্দ্রিয় গণশিক্ষা সচিব প্রদীপ কুমার গোস্বামী,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী। অনুষ্ঠানে রত্নগর্ভা মা’ নুরজাহান ইসলামকে উত্তরীয় পড়িয়ে ও ক্রেস্ট প্রদান করে সম্বর্ধনা প্রদান করা হয়। একইভাবে অতিথিবৃন্দ ও জাতীয় সাংবাদিক সোসাইটির (জেএসএস) কেন্দ্রিয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এ্যাড,এম এ মজিদসহ অন্যান্য কেন্দ্রিয় নেতৃবৃন্দকে ও জেএসএস ঈশ্বরদী সাংগঠনিক শাখার সকল কর্মকর্তাকে সংগঠনের কেন্দ্রিয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কেন্দ্রিয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এ্যাড,এম এ মজিদ আগামি তিন বছরের জন্য তৌহিদ আক্তার পান্নাকে সভাপতি,আব্দুর রউফ জোয়ার্দার বিপুল সাধারণ সম্পাদক ও বাপ্পী রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আতিকুর রহমানের পরিচালনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়। এসএম লিটন বাউল,হাতেম বয়াতি,রশিদ সরদার,রাখি,রিমি,রকি,সিয়াম গান পরিবেশন করেন এবং সপ্তকের শিল্পী ছোট মনি,ঐশী,বাপ্পী, ও বড় মনি নৃত্য পরিবেশন করেন। এর আগে বাংলা টিভি দর্শক ফোরামের পক্ষ থেকে শহরে র‌্যালি বের করা হয়। সমগ্র অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলা টিভি সাপ্তাহিক বিজয়দীপ্ত,সাপ্তাহিক প্রথম সকাল,সাপ্তাহিক আমাদের ঈশ্বরদী দৈনিক উন্নয়নের কথা ও মেগা নিউজ টয়েন্টিফোর ও মোহাম্মদ আলী স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানের সার্বিক ত্তͦাবধানে ছিলেন,সংগঠনের সহসভাপতি এএ আজাদ হান্নান,আসাদুজ্জামান সুমন,এ্যাড,হেদায়েত উল হক,বাপ্পী রায়হান,আব্দুর রউফ জোয়ার্দার বিপুল,জিএম দোলন