দুর্গাপুরে শেষ হলো দুইদিনব্যাপী ’নেতৃত’¡ বিষয়ক দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রতিবন্দী মহিলা সদস্যদের উন্নয়নে ’নেতৃত্ব’ বিষয়ক দক্ষতাবৃদ্ধি মুলক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় বৃহস্পতিবার।
আদিবাসী অডিটরিয়াম মিলনায়তনে কুল্লাগড়া ও সদর ইউনিয়নের নারী প্রতিবন্দী ফোরামের সদস্যদের অংশগ্রহনে প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মানুষ মানুষের জন্য স্বনামধন্য এই গীতিকারের বহুল জনপ্রিয় পুংক্তিটি আজও পিছিয়ে পড়া মানুষের সেবা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এর অনুপ্রেরনা যোগিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় কারিতাসের প্রকল্প কর্মকর্তা মিঃ এলটুস নকরেক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক ধ্রুব সরকার, কারিতাস এর মনিটরিং কর্মকর্তা লুনা রিছিল,সানু রবিদাস,মহিলা ফোরামের উপদেষ্টা প্রেজিনা রাংসা প্রমুখ।