দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর সমৃদ্ধি কর্মসূচীর আওতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর পরিষ্কার পরিচ্ছন্নতা ও যৌন হয়রানি রোধ কার্যক্রম এর আয়োজনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও যৌন হয়রানি রোধ নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে সকল সাংবাদিকদের উপস্থিতিতে ডিএসকের আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার ঘোষ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন,সাধারন সম্পাদক তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সায়াদাত হোসেন কাজল, এস এম রফিকুল ইসলাম, সাংবাদিক ধ্রুব সরকার, মাইকেল প্রদীপ বাউল, জামাল তালুকদার,চারন গোপাল রনী, বিজন কৃষ্ণ রায় প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ ও নারীদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি অন্যতম বিবেচ্য যা টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পরিমাপক হিসেবে বিবেচিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রত্যেক ধর্মে তাগাদা দেওয়া আছে। কারণ, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মন প্রফুল্ল থাকে না। যা মানসিক ও শারীরিক বিষয়ের উপর ব্যাপক প্রভাব ফেলে। কাজেই আমাদের প্রত্যেকেরই উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।