পাবনা প্রতিনিধি:
পাবনায় র্যাবের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব-১২,পাবনা ক্যাম্পের একটি দল।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবির তরফদার বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছা বাজারে র্যাবের চেক পোষ্টে ঢাকা-মেট্রো-গ ১১৭৫৯২ নম্বরের একটি জীপ গাড়িকে থামার সংকেত দিলে গাড়িটি র্যাবের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাবের একটি দল গাড়িটি পিছন থেকে ধাওয়া করে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল নামক স্থানে দুইজন আরোহীসহ গাড়িটি আটক করে। গাড়িটি তল্লাশি করে ২৩৫ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার হায়দার আলীর ছেলে জুয়েল রানা ও মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মাহফুজার রহমান ওরফে মাসুম। র্যাব কমান্ডার আরো জানান,আটককৃতরা দীর্ঘদিন ধরে পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।