নেত্রকোনার কলমাকান্দায় ভীতি ও অনাগ্রহ দূর করে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উত্তর গোড়াগাঁও সবুজ নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩২ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুজ্জামান স্বপন এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভ‚ইয়া, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরে আলম, কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেন কোকিল ও উত্তর গোড়াগাঁও সবুজ নিকেতন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রনদাস চন্দ্র রায় প্রমূখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জাকির হোসেন বলেন, এ উপজেলায় আগামী এসএসসি পরীক্ষায় ১ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা। তারমধ্যে বিজ্ঞায় শাখায় মাত্র ১৯৭ জন শিক্ষার্থী। দেশে দিন দিন বিজ্ঞান শাখায় শিক্ষার্থী কমে যাচ্ছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে শিক্ষাজীবনের শুরুতেই শিক্ষার্থীরা বিজ্ঞানশিক্ষায় অনাগ্রহী হচ্ছে। জাতির জন্য এটি উদ্বেগজনক। এ অবস্থা কাটিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষায় আগ্রহী করে তুলতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে হলে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।