বড় ভাইকে রক্তাক্ত দেখে সিরাজগঞ্জে ছোট ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত বড় ভাইয়ের নাক-মুখে রক্ত দেখে ব্রেন স্ট্রোক করে জহুরুল মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

এর আগে ওইদিন বিকেলে উপজেলার জামতৈল বাজারের পূর্ব পাশে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। জহুরুল উপজেলার চরটেংরাইল গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার নিজের জমিতে ঘর তুলতে গেলে চরটেংরাইল গ্রামের আলতাফ তালুকদার ও তার দুই ভাই দলবল নিয়ে বাধা দেয়। এ সময় তারা জহুরুলের বড় ভাই নজরুল ইসলাম মন্ডলকে মারপিট করে। একপর্যায়ে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে ভাইয়ের রক্তাক্ত নাক-মুখ দেখে ঘটনাস্থলে থাকা জহুরুল হঠাৎ মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, জমি নিয়ে আলতাফ ও নজরুলের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় ঘটনাস্থলে থাকা জহুরুল অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।