‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তোমাদের তো উৎসব হবে, আমি অবশ্যই যাব’

২০২০ সালকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। আগামী বছর মার্চে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে।

এ জন্য দেশের ক্রীড়াঙ্গন ব্যাপক আয়োজন রেখেছে। এই মাসে বিপিএল টি২০ ক্রিকেট টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল-২০১৯।

পরের বছর মার্চে দুটি আন্তর্জাতিক টি২০ টুর্নামেন্ট করা হবে। এই খোঁজখবরগুলোও রাখেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

জানালেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসবেন ঢাকায়, ‘জানি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তোমাদের তো অনেক বড় উৎসব হবে ওখানে। দুটো ম্যাচও খেলবে বিশ্ব একাদশ ও এশিয়ান একাদশের সঙ্গে। আমি যাব। অবশ্যই যাব।’

এ দিকে ইডেন টেস্টে সৌরভের আমন্ত্রণে কলকাতায় যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ সৌরভ। তিনি বলেন, ‘উনাকে আমার অনেক অনেক ধন্যবাদ। এককথায় উনি এসেছেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ।’

সৌরভ আরও জানান, ‘আমার সঙ্গে উনার দীর্ঘদিনের সম্পর্ক। ২০০০ সালে যখন প্রথম বাংলাদেশ-ইন্ডিয়া টেস্ট ম্যাচ হয়, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। তখন থেকে উনার সঙ্গে আমার পরিচয়।’