ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
রোববার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কার্যালয়ে বিশ্ব এন্টিবায়েটিক সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রতন কুমার রায় বলেন, এন্টিবায়েটিক ওষুধ প্রয়োজন না হলে লেখা যাবে না। আর এন্টিবায়েটিক প্রয়োজন হলে কোর্স অবশ্যই কমপ্লিট করতে হবে। কোর্স কমপ্লিট না করলে পরবর্তীতে কার্যকরী নাও হতে পারে। তিনি গ্রাম্য ডাক্টারদের উদ্দেশ্য বলেন, প্রয়োজন না হলে এন্টিবায়েটিক লেখা যাবে না এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।