স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়াঙ্গণের বিকাশে একটি করে মিনি স্টেডিয়াম গড়ার ঘোষনা দিয়েছেন যা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। যুগের পরিবর্তনে অনেকে খেলার মাঠ বিমুখ হয়ে গেছে যার দরুণ দিন দিন খোলা খেলার মাঠেরও স্বল্পতা দেখা যাচ্ছে তাই নিজ জেলা তথা নিজ দেশকে ক্রীড়াঙ্গণের মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে ছাত্র ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার রাতে বগুড়া নামাজগড়ে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। বগুড়ার বিভিন্ন এলাকার মোট ১২টি ক্রিকেট টিম নিয়ে আয়োজিত উক্ত জাঁকজমক শর্টপিচ টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং দৈনিক চাঁদনী বাজারের সম্পাদক মন্ডলীর সভাপতি সাগর কুমার রায়। বগুড়া পৌর ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউর রহমান রাফির নেতৃত্বে এবং আলোকচিত্রকার যুব সংগঠক সামিউল্লাহ খান রিয়াদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-রাজী জুয়েল, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ট সমাজসেবক পরিমল প্রসাদ রাজ, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দার এবং দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার (শিশু ও যুব সংগঠক) সঞ্জু রায়। এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকলীগ নেতা সজল শেখ, ছাত্রনেতা শরিফুল ইসলাম, যুব সংগঠক এ.আর আহসান, রাজীব হাসান দোলন, শেলু শেখ, আলোকচিত্রকার ফয়সাল হোসেন সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দরা। টুর্নামেন্টে রেজাউল করিম ডাবলু’র সত্ত্বাধীন বাদুড়তলা বয়েস ক্লাব জয়ী দল হিসেবে নগদ ১০ হাজার টাকা এবং রানার্স আপ দল হিসেবে ফুলবাড়ি স্পোর্টিং ক্লাব নগদ ৬ হাজার টাকা এবং ট্রফি পুরস্কার পেয়েছে।