নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বিভিন্ন খুচরা ও পাইকারী বাজারে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা লবণের দাম বেড়েছে বলে গুজব ছড়ালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আগমনের মুহূর্তের মধ্যে হরিতলা বাজার,পুরাতন গরুহাটা,চৈতালীপট্রি,নলডাঙ্গা মোড়,মধ্য বাজারের মোদিপট্রি,মাছ বাজার,মধ্য বাজারের সবজি পট্রিসহ বিভিন্ন বাজারের খুচরা ও পাইকারী লবণ ব্যবসায়ীরা মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে পালিয়ে য়ায়। মঙ্গলবার (১৯নভেম্বর) বিকালে এমন ঘটনা ঘটেছে তাহেরপুর বাজারে। এর আগে সকাল থেকে ৩০ টাকা দরে প্রতি কেজি লবণ ১০০-১২০ টাকা দরে বিক্রি শুরু করেন খুচরা ব্যবসায়ীরা। তাহেরপুর পৌর বাজারে এমন খবর পেয়েই গ্রামগঞ্জের ক্রেতারা আগে বাগে লবণ ক্রয় করতে ভিড় জমিয়ে ছিলেন বিভিন্ন দোকানে। বাজারে লবণ নিয়ে চলে তেলেসমাতি। একশ্রেণীর ব্যবসায়ী লবণের দাম বেড়েছে প্রচার করলে মুহুর্তের মধ্যে ভিড় জমে যায় বিভিন্ন দোকানে। সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বাজারে প্রচুর পরিমাণের লবণ মজুদ রয়েছে। দাম বাড়ার কোন কারণ নেই। গুজব ছড়িয়ে যারা বেশি দামে লবণ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে প্রশাসন। জানা গেছে, প্রতি কেজি লবণের দাম ১০০-১২০ টাকা হয়ে গেছে, এমন গুজব ছড়াচ্ছে একটি অসাধু চক্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ধরনের গুজব কেউ ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন গুজবে বিভ্রান্ত হয়ে বেশি মুনাফার লোভে বিভিন্ন বাজারে লবণ বিক্রি করা বন্ধ করে দিয়েছে এক শ্রেণির ব্যবসায়ী। এতে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। লবণের দাম বেড়ে যাচ্ছে, এমন গুজবে সাধারণ মানুষ লবণ কিনতে ভিড় করছেন বিভিন্ন হাটবাজারে। তবে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদ পুলিশসহ তাহেরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আসার খবর পেয়ে হরিতলা বাজার,পুরাতন গরুহাটা,চৈতালীপট্রি,নলডাঙ্গা মোড়,মধ্য বাজারের মোদিপট্রি,মাছ বাজার,মধ্য বাজারের সবজি পট্রিসহ বিভিন্ন বাজারের খুচরা ও পাইকারী লবণ ব্যবসায়ীরা মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে পালিয়ে য়ায়। পরে ৩০ টাকা দরে প্রতি কেজি লবণ বিক্রি শুরু করেন বাজারে দুই চারটি দোকানে নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে বলে জানাযায়।