রাজশাহীতে মাদক মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদন্ড

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীতে মাদক মামলায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমদাদুল হক এ রায় দেন। দ-প্রাপ্ত ব্যক্তির নাম আবদুল লতিফ (৭০)। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় তার বাড়ি। বাবার নাম মৃত আইয়ুব আলী। যাবজ্জীবন সশ্রম কারাদ- ছাড়াও আদালত লতিফকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও পাঁচ মাস বিনাশ্রম কারাদ-। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালের ২৬ এপ্রিল ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ মাদারপুর মহল্লা সংলগ্ন পদ্মা নদীর পাড় থেকে গোদাগাড়ী থানা পুলিশ লতিফকে গ্রেপ্তার করে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়। পরবর্তীতে আদালতে এর বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হেরোইন রাখার অপরাধে আদালত লতিফকে এ দ- দিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নাজমুল হক মিন্টু