গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বাজার এলাকা থেকে ৩১০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
র্যাব-৫ নাটোর ক্যাম্প সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এসএম জামিল আহমেদের নেতৃত্বে একটি অপারেশন দল বুধবার সকাল সোয়া ৭টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৩১০ বোতল ফেন্সিডিল, ৫টি মোবাইল ফোন, ৮টি সিম কার্ড, ২টি মেমোরী কার্ড ও নগদ ১০ হাজার ৭০০ টাকা ও মহিলাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকার আতিকুর রহমানের ছেলে জুয়েল আহম্মেদ (৩৪) ও তার স্ত্রী আছমা খাতুন (২৭) এবং নাটোর জেলার সিংড়া উপজেলার বিলদহর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে তুহিন ইসলাম (২৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী জব্দকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। আটককৃতদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।#