ইয়ানূর রহমান : যশোরের খাজুরা বাজার থেকে ট্রাক ভর্তি ৬শ’৭১ বস্তা ১০ টাকা কেজি দরের গরীবের জন্য বরাদ্দ সরকারী চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে স্থানীয় খাজুরা ফাঁড়ি পুলিশ এ চাল উদ্ধার করেন।
সরকারী চাল কালোবাজারে বিক্রির জন্য আনা হয়েছিল বলে সন্দেহ করা হয়। খাজুরা বাজারের ব্যবসায়ী দেলায়ার হোসেন চালগুলো এনেছিল বলে জানা গেছে। পুলিশ এ সময় দেলোয়ার নামে এক ব্যাবসায়ী ও ট্রাক ড্রাইভারকে আটক করে।
খাজুরা ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শুবেন্দ্র কুমার পাল জানান, রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা চালভর্তি ট্রাকটি উদ্ধার করেন। প্রাথমিক ভাবে জানা গেছে ট্রাকটিতে প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৬৭১ বস্তা চাল রয়েছে।
তিনি আরো জানান, দেলোয়ার হোসেন ট্রাক থেকে তার গুদাম ঘরে নামানোর সময় চালগুলি উদ্ধার করা হয়।
ব্যবসায়ী দেলোয়ার জানান, তিনি চালগুলি ফরিদপুর থেকে ক্রয় করেছেন। এ সংক্রান্ত একটি স্লিপও দেখান তিনি।
এদিকে খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ ও ওসি জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ ব্যাপারে মামলা হয়েছে।