নওগাঁর রাণীনগরে বালু বোঝাই ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে স্কুলছাত্রীসহ ২জন নিহত হয়েছে । এসময় অপর স্কুল ছাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন গুয়াতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রিপা আক্তার ও তার দাদা আব্দুল মান্নান সরদার (৪৮) । ঘটনাটি ঘটেছে শনিবার সকালে রাণীনগর উপজেলার আবাদপুকুর- পতিসর রাস্তার গুয়াতা নামক স্থানে। নিহত ও আহতরা সবাই উপজেলার আমিরপুর গ্রামের বাসিন্দা ।
স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন সকালে আব্দুল মান্নান সরদার তার মেয়ে সুমাইয়া ও নাতনি রিপা আক্তারকে সঙ্গে নিয়ে মটরসাইকেল যোগে গুয়াতা উচ্চ বিদ্যালয়ে পৌছে দেয়ার জন্য যাচ্ছিলেন। পথি মধ্যে আবাদপুকুর-পতিসর রাস্তার গুয়াতা নামকস্থানে পৌছলে সামনে থেকে আসা বালু বোঝাই ট্রাকের সাথে সংর্ঘষ বাধে । এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসাপাতালে ভর্তি করালে রিপা আক্তার মারা যায় । আহত আব্দুল মান্নানকে নওগাঁ থেকে রাজশাহী স্থানান্তর করলে রাজশাহী যাবার সময় পথি মধ্যে মারা যায়। নিহত স্কুল ছাত্রী আমিরপুর গ্রামের রিপন সরদারের মেয়ে এবং আব্দুল মান্নান একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে । এঘটনায় স্থানীয় লোকজন ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।