ঈশ্বরদীতে চলচ্চিত্র নায়ক রুবেল ও নানা অনুষ্ঠান

ঈশ্বরদী দেশের অন্যতম ঘোষণাকৃত চাঁদা ও সন্ত্রাস মুক্ত এলাকা হওয়ায় রাশিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের ষোল শত বিদেশী নির্বিগ্নে বসবাস করছে। নিরাপত্তা বলয় সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক ব্যবসায়ীরাও এখানে নির্বিগ্নে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকি বিপিএম.পিপিএম। রবিবার সকালে ঈশ্বরদী গোপাল সুপার মার্কেটে বাটা শো রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। উদে¦াধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণীয় ব্যক্তি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, চলচ্চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল ও ইউনিলিভার কোম্পানীর ব্যবস্থাপক এস,এ,এম.সুমন । এসময় শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে শোরুমের স্বত্তাধিকারী সুমন হোসেন, আলহাজ্ব খায়রুল ইসলাম,ঈশ্বরদী টিভি জাণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না,রাশিয়ান লেডি ইচিগ্রভি ও আবুল বাশারসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। এর আগে অতিথিরা র‌্যালিতে অংশ গ্রহণ শেষে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন। পরে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে নায়ক মাসুম পারভেজ রুবেল ও ইউনিলিভার কোম্পানীর ব্যবস্থাপক এস,এ,এম.সুমনের সম্মানে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।