সুজানগরে ৩১ টি ব্লকে আলোর ফাঁদ স্থাপন ॥ক্ষতিকর উপকারী পোকার উপস্থিতি নির্ণয়

পাবনা প্রতিনিধি ঃ
পাবনার সুজানগর উপজেলার কৃষি সম্প্রসারণের আয়োজনে রোববার রাতে একযোগে উপজেলার ৩১ টি ব্লকে আলোর ফাঁদ স্থাপন করে আমন ধানের ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি নির্ণয় পরিদর্শন করেন, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজাহার আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ নাঈম হাসান,উপ-সহকারী উদ্ভিদ অফিসার মোঃ আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলো ফাঁদ শেষে উপস্থিত কৃষকদের প্রজেক্টরের মাধ্যমে রোগ বালাই পোকামাকড় দমন ব্যবস্থার উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। প্রামান্য চিত্র প্রদর্শন কালে উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজাহার আলী বলেন কৃষিবিদদের সচেতনা বৃদ্ধি করায় এ কর্মসূচি উদ্দেশ্য, ধানের ক্ষতিকর বাদামী গাছ ফড়িং, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও বিভিন্ন উপকারী পোকার উপস্থিতি যেন কৃষকরা নির্ণয় করতে পারে এবং ক্ষতিকর পোকা দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে সেজন্যেই একযোগে আলোর ফাঁদ কর্মসূচি পাবনাতে করা হচ্ছে।