মাভাবিপ্রবিতে ”বাংলাদেশের অর্ন্তভূক্তিমুলক প্রবৃদ্ধি: প্রমাণ ও সমস্যা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্যোগে ”বাংলাদেশের অর্ন্তভুক্তিমুলক প্রবৃদ্ধি : প্রমাণ ও সমস্যা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর সিনিয়র রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নাজমুস সাদেকীন।

সেমিনারে বক্তাগণ বলেন, অর্ন্তভূক্তিমুলক প্রবৃদ্ধির ধারণাটি উন্নয়নশীল দেশের হলেও এর ব্যাপক প্রসার হয়েছে উন্নত দেশসমূহে। অর্থনীতির প্রবৃদ্ধির সুফল পেতে হলে বর্তমানে অর্ন্তভূক্তিমুলক প্রবৃদ্ধির দিকে নজর দেয়া প্রয়োজন এবং সেই সাথে বাংলাদেশের জন্য এই ঘটনার গ্রহণযোগ্য সূচকও প্রয়োজন।

সেমিনারে উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।