দু’দিনেও পাকশী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া অনার্সের ছাত্র হিমেলের মরদেহ উদ্ধার করতে পারেনি দমকল বাহিনী

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী \ গত দু’দিনেও দমকল বাহিনীর ডুবুরিরা শত চেষ্টা করেও নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিএ অনার্সের ছাত্র ও গার্মেন্টস কর্মী হিমেলের মরদেহ উদ্ধার করতে পারেনি। এ কারণে পদ্মা নদীর পানিতে নিখোঁজ হওয়া হিমেলের বোনের বাড়ি ও নিজ বাড়ি আবেদের ঘাট এলাকায় এখনও শোকের ছায়া অব্যাহত রয়েছে।
হিমেলের বোনের বাড়ি ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, রবিবার বিকেল সাড়ে চারটায় ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীর সাঁড়া বøক ঘাটে দুলা ভাইয়ের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে বিএ অনার্সের ছাত্র ও গার্মেন্টস কর্মী হিমেল (২২)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর আবেদের ঘাট এলাকার আতাহার প্রামাণিকের একমাত্র ছেলে। গত শনিবার সকালে হিমেল বাড়ি থেকে বড় বোনের বাড়ি সাঁড়া বøক ঘাট এলাকায় বেড়াতে আসে। বোনের বাড়িতে বেড়ানো শেষে রবিবার বিকেলে দুলাভাই শুকুর আলী মাঝির সাথে নৌকা যোগে পদ্মা নদী পার হওয়ার সময় বøক ঘাটের নিকট হঠাৎ করে হিমেল নৌকা থেকে নদীতে পড়ে যায়। ঘটনার পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় বোনের বাড়ি ও তার নিজ বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এ অবস্থায় এলাকাবাসির পক্ষ থেকে দমকল বাহিনীকে সংবাদ দিলে রাজশাহী থেকে ঐ বাহিনীর সদস্যরা ঈশ্বরদীতে এসে পাকশী পদ্মা নদীতে হিমেলের সন্ধান অব্যাহত রাখলেও আজ সোমবার এ সংবাদ লেখা পর্যন্ত তার মরদেহ উদ্ধার করতে পারেনি।