অভিনন্দন বাংলাদেশ: সৌরভ গাঙ্গুলি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ভারতকে ৭ উইকেটে পরাজিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তার ৪৩ বলের অপরাজিত ৬০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

অথচ দূষিত বায়ুতে ম্যাচের দিন এই ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও উঠেছিল শঙ্কা। সব শঙ্কা দূরে ঠেলে দিল্লির বাতাসে হুঙ্কার দিয়েছে টাইগাররা।

ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি টুইট করেছেন। সেখানে তিনি লেখেন, ধন্যবাদ দুই দলকে এমন কঠিন কন্ডিশনে এই ম্যাচটি খেলার জন্য। অভিনন্দন বাংলাদেশ।

টি-টোয়েন্টির হাজারতম ম্যাচে জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ ওভারে ১৪৯। সাকিব, তামিমবিহীন বাংলাদেশের জন্য এই রান তাড়া করা চ্যালেঞ্জিং হলেও মুশফিকের ব্যাটে ভর করে ৩ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা। মুশির ৪৩ বলে অপরাজিত ৬০ রানের ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা।

নবম চেষ্টায় ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। তবে, ম্যাচ শেষে তেমন একটা উদযাপন করেনি বাংলাদেশ। হয়তো সিরিজ নিশ্চিত করেই উদযাপনটা করবেন মুশফিক-মাহমুদউল্লাহরা।