গোলাপগঞ্জে বুধবারী বাজার ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন, অভিযোগ প্রত্যাখান

আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যে। একটি মহল সামাজিক ভাবে আামাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। আমি সকলের সহযোগিতা নিয়ে তাদের সকল সড়যন্ত্র প্রতিহত করব। মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ উত্থাপন করে লিখিত বক্তব্য পাঠ করলেন উপজেলার বুধবারি বাজার ইউনিয়নের চেয়ারম্যান ও চন্দরপুর আল এমদাদ হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মস্তাব উদ্দিন কামাল। এ সময় তিনি আরো বলেন গোলাপগঞ্জ উপজেলার বুধবারি বাজার ইউনিয়নের আয়ের কোন উৎস নেই। জনগনের কাছ থেকে টেক্্র আদায়ই হচ্ছে আয়ের প্রধান উৎস। শুরু থেকেই এভাবে টেক্্র আদায় করে ইউনিয়ন পরিষদ পরিচালিত হচ্ছে। টেক্্র আদায়ের জন্য ইউনিয়ন পরিষদ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহন করেছে। নিজস্ব লোকবলের অভাবে টেক্্র আদায়ে বিঘœতা সৃষ্টি হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী নিয়োগের সিদ্ধান্ত নেয়া হলে একটি প্রতিনিধি দল এলাকা সম্পর্কে অবহিত হওয়ার জন্য বুধবারি বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের সংঙ্গে আলাপ আলোচনা করতে থাকেন। গত ২৭ অক্টোবর ঐদল বুধবারি বাজার ইউনিয়নে একটি গ্রাম ভিজিট করতে গেলে কতিপয় লোক তাদেরকে নানা ধরনের প্রশ্ন করে আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে চেয়ারম্যান বিরোধীরা তাদেরকে আটক করে নাজেহাল করতে থাকলে চেয়ারম্যান বিষয়টি নিরসনের চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশ সেখানে গিয়ে ঐসব লোকজনকে নিজের হেফাজতে নিয়ে আসে। পর দিন পুলিশ চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালের জিম্মায় তাদের ছেড়ে দেন। এ বিষয়টিকে কেন্দ্র করে চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় আপত্তিকর সংবাদ প্রচারিত হতে থাকলে বুধবারি বাজার ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে সাধারন মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই প্রতিবাদে ইউনিয়নবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান ও সদস্যগন তাদের উদ্যোগের বিষয়টি তুলে ধরেন। এসময় লিখিত বক্তব্য দান কালে চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। ইউনিয়ন পরিষদে যা হয় তা পরিষদের সিদ্ধান্ত মোতাবেকই হয়। জনগনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগনের স্বার্থেই তারা কাজ করছেন বলে উল্লেখ করেন। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকল মহলের প্রতি আহবান জানালেন।  এসময় উপস্থিত ছিলেন  ইউনিয়নের সকল পুরুষ ও মহিলা সদস্যসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।