গোলাপগঞ্জ পৌর শহরের শিল্প মালিক ও ব্যবসায়ীদের নিয়ে পল্লী বিদ্যুতের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেকের সভাপতিত্বে ও তরুণ ব্যবসায়ী লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পল্লী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহক সেবা ও সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুনুর রশিদ। এসময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ “আমার গ্রাম আমার শহর” এই শ্লোগানকে বাস্তবে পরিনত করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করেছে। এরই আলোকে ৫০ কিলো লোডে বিনা মূল্যে ট্রান্সফরমার দেয়া হচ্ছে। আগের যেখানে মিল, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে লোড জটিলতা ছিল, এখন সেই জটিলতা নিরসন করে বিনা মূল্যে ৫০ কিলো লোডের ট্রান্সফরমার গ্রাহকদেরকে দেয়া হচ্ছে। এতে গ্রাম পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হবে বলে আমরা আশাবাদি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারী আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুল আলম। শিল্প মালিক ও ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন এনামুল হক কামাল, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, মাওলানা মুমিন আহমদ শাকিল, কাজী শামিম আহমদ, শিহাব উদ্দিন, আছমান উদ্দিন, শাহাব উদ্দিন, আলকাছ আহমদ, দিলাল আহমদ, আতিক আহমদ, তৈয়ব আলী, পল্লীবিদ্যুতের পি ইউ সি খুরশেদ আলী প্রমুখ। এসময় ব্যবসায়ীরা গোলাপগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হওয়ায় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে গ্রাহক সুবিধা আরো বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।