হাতীবান্ধায় প্রাথমিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, তদন্ত শুরু

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি)‘র সভাপতি আব্দুল মজিদ এর আনীত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। জানাগেছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগ এনে উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে একাধীক লিখিত অভিযোগ দাখিল করেন। বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির উভয় পক্ষের উপস্থিতিতে সহকারি উপজেলা শিক্ষা অফিসার একেএম তাজিবর রহমান অভিযোগের তদন্তর্কায পরিচালনা করেন । এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির একাধীক সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। অভিযোগকারী পশ্চিম সারডুবি পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মজিদ বলেন, আমি উক্ত তদন্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মফিদুল ইসলামে বিরুদ্ধে আনিত সকল অভিযোগের প্রমানাদি উপস্থাপন করেছি। এ বিষয়ে পশ্চিম সারডুবি পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলাম বলেন, বিষয়টি তেমন নয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির সাথে আমার ভুল বুঝাবুঝি মাত্র। সহকারি উপজেলা শিক্ষা অফিসার একেএম তাজিবর রহমান জানান, পশ্চিম সারডুবি পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলামের বিরুদ্ধে এসএমসি‘র সভাপতির দাখিলকৃত অভিযোগের প্রাথমিক তদন্ত অনুষ্ঠিত হয়েছে এবং তদন্ত অব্যহত রয়েছে।