লালমনিরহাটে কেন্দ্রিয় নেতাদের উপস্থিতি আওয়ামীলীগের দু’গ্র“পে সংঘর্ষ আহত ১০

লালমনিরহাট প্রতিনিধি। শনিবার ২৬ অক্টোবর লালমনিরহাটে আওয়ামীলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামীলীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে এসংঘর্ষ ঘটে। এতে জেলা আওয়ামীলীগের উভয় পক্ষে অন্তত ১০ আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, জেলা পরিষদ অডিটরিয়ামে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে জেলা আওয়ামীলীগ। বর্ধিত সভায় কেন্দ্রিয় আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সভা মঞে প্রবেশ করার সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বাপন এর সমর্থকদের মধ্যে শ্লোগান নিয়ে সংঘর্ষ বাঁধে। বিষয়টি কেন্দ্রিয় নেতারা জানতে পেরে সভা মঞ্চ থেকে দু’পক্ষের দুই নেতাকে বাহিরে বের করে দিয়ে বিষয়টি সুরাহ করতে বলেন। পরে পুলিশ দু’পক্ষের সমর্থকদের মাঠ থেকে বের করে দেন। লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ঘটনা পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।