এস এম আলম : উৎসবমুখর পরিবেশে পাবনার আটঘরিয়া উপজেলার গোরুরী ফৈলজানার ঐতিহ্যবাহী চিকনাই নদীতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ১০ দিন ব্যাপি নৌকা বাইচ । স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায়, এ প্রতিযোগিতায় পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের প্রায় ২৮টি দল অংশ গ্রহন করছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে এ বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এসময় তাঁর সাথে ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস(পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) , আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, পাবনা জেলা মোটর মালিক গ্রুপের পরিচালক হাবিবুর রহমান হাবিব উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, স্কয়ার টয়লেট্রিজ পরিচালক(প্ল্যান্ট) আব্দুল খালেক, স্কয়ার টয়লেট্রিজ এজিএম এইচ আর আব্দুল হান্নান, পাবনা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শিবজিত নাগ , প্রেস ক্লাবের স¤পাদক আঁখিনূর ইসলাম রেমন , প্রেস ক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা ,পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি , সহ সাংবাদিকবৃন্দ। নদীর দুই পাড়ে হাজার হাজার নারী পুরুষ এ নৌকা বাইচ উপভোগ করে।