পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রতিষ্ঠার ১৯১ তম বর্ষপুতি উদযাপিত

এস এম আলম:পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রতিষ্ঠার ১৯১ তম বর্ষপুতি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেক কেটে জেলা কালেক্টরেট প্রতিষ্ঠার ১৯১ তম বর্ষপূতি উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবির মাহমুদ, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস(পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) , জেলা পরিষদেও চেয়ারম্যান রেজাউর রহিম লাল , জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শিবজিত নাগ , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট্র জাহিদ নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জয়নাল আবেদিন ,জনস্বাস্থ্য অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব সহ সাংবাদিকবৃন্দ। ১৮২৮ সালের এই দিনে তৎকালীন বৃটিশ সরকার ৮টি থানা সহ পাবনা কে জেলা ঘোষনা করে।