হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে মাসিক আইন শৃঙ্খলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল এগারটায় আলীকদম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
সভার সুচনা বক্তব্যে আলীকদম আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন বলেন, আলীকদম উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। তবে আমাদের তৎপরাতার ফাঁকে আলীকদম সদর ইউনিয়ন ও ২নং চৈক্ষ্যং ইউনিয়নের মুষ্টিমেয় কিছু সংখ্যক তরুণ যুবক মাদকের সাথে জড়িত রয়েছে। আমাদের মাদক বিরোাধী অভিযান অন্যহত থাকবে। তবে সন্ত্রাস নাশকতা ও নারী শিশু নির্যাতন বিষয়ে উল্লেখযোগ্য কোন অভিযোগ আমাদের কাছে নাই। অপরদিকে গত ১৩ তারিখ আলীকদম থানচি সড়কের সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনা আমরা তদন্ত করেছি। আমাদের তদন্তে চাকের অসতর্কতার বিষয়টি ষ্পষ্ট। আমরা চালকের বিরুদ্ধে এফআইআর করেছি। দ্রুত তাকে গ্রেফতার করা হবে।
অপর দিকে প্রধান অতিথির বক্তব্যে আইন শৃঙ্খলা কমিটি উপদেষ্ঠা ও আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, গত কিছুদিন আগে কাউন্টার টেরোরিজমের একটি দল আলীকদম থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে গেছে। আমার জানামতে তারা আদৌ কোন প্রকার অনৈতিক কাজের সাথে জড়িত নয় বরং তারা অতি হত দরিদ্র পরিবারের সদস্য। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকেও খেয়াল রাখতে হবে যাতে কোন নির্দোশ ব্যক্তি হয়রানির স্বীকার না হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, ৪নং করুক পাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ¤্রাে, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার মোঃ আব্দুল মান্নান, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমূখ।