বাজিতপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের দীপ্তিময়ী জামান। রোববার (১৩ অক্টোবর) তিনি নতুন কর্মস্থল বাজিতপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায়ী ইউএনও মো. যুবায়ের এর বিদায় সংবর্ধনা এবং নবাগত ইউএনও দীপ্তিময়ী জামান এর বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
নবাগত ইউএনও দীপ্তিময়ী জামান এর আগে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় কর্মরত ছিলেন। গত ২৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়।
পরে গত ৬ অক্টোবর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে তাকে বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।
বাজিতপুর উপজেলার নবাগত ইউএনও দীপ্তিময়ী জামান এর নিজ জেলা ঝিনাইদহ। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত।
নবাগত ইউএনও দীপ্তিময়ী জামান উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।