বিকাশ অ্যাপ রেফার করেই আয় করতে পারেন ৩০ -৪০ হাজার টাকা

পাবনা প্রতিনিধি :
‘বিকাশ অ্যাপ রেফার করেই আয় করতে পারেন ৩০-৪০ হাজার টাকা’ এই শ্লোগানে গতকাল রোববার সন্ধ্যায় বিকাশ পাবনার উদ্যোগে এর র‌্যালী বের করা হয়। সচেতনতা তৈরি মুলক ঐ বর্ণাঢ্য র‌্যালীতে বিকাশ অ্যাপের বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালীতে বিকাশ লিমিডেটের এরিয়া ম্যানেজার সৈয়দ রাসেদুজ্জমান রিমন, টেরিটরি ম্যানেজার এসএম ওয়ালিউর রহমান, বিকাশ লিমিডেটের পাবনা ডিষ্ট্রিবিউটর ফাষ্ট টেলিকম ওয়ানের ম্যানেজিং ডিরেক্টর এস কে কামরুল আলম, বিকাশ লিমিডেটের ডিষ্ট্রিবিউটর ফাষ্ট টেলিকম ওয়ানের জেনারেল ম্যানেজার মাসুম মাহমুদ, বিকাশ লিমিডেটের ডিষ্ট্রিবিউটর ফাষ্ট টেলিকম ওয়ানের ডিসট্রিবিউশান ম্যানেজার মো. জুয়েল কবির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক যাত্রা শুরু করল পাবনা জেলা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন
পাবনা প্রতিনিধি :
পরিবেশ বাঁচাতে নানা শ্লোগান নিয়ে পাবনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘পাবনা জেলা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন’। পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী প্রধান অতিথি এবং পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আলী মতুর্জা বিশ্বাস সনি বিশেষ অতিথি হিসেবে গতকাল রোববার ফিতা কেটে অফিস ভবন উদ্বোধন করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় ‘পরিবেশ বাঁচান, পৃথিবী বাঁচুক’ এবং সবুজ ও পরিবেশ বান্ধব পৃথিবী গড়ার লক্ষে সচেতনতা তৈরিতে একটি বর্ণাঢ্য র‌্যালী আল মনসুর মার্কেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এসময় সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়।
পাবনা বিসিকের নৈপূণ্য বিকাশ কেন্দ্রের সাবেক প্রশিক্ষক কেবিএম এম মোসলেহ’র সভাপতিত্বে ও পাবনা জেলা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন’র সভাপতি শফিকুল আলম’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, মোবাইল ডিস্টিবিউটর এসোসিয়েশন পাবনার সভাপতি আবেদ হোসেন খান, পাবনা জেলা ইলেকট্রনিক্স এসোসিয়েশন এর সভাপতি মফিজুর রহমান বাবলা, দৈনিক পাবনার খবর’র সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, সাংবাদিক শফিউর রহমান শফি, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা নয়ন প্রমূখ। এ সময় অতিথিবৃন্দ পাবনা জেলা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন এর কার্যালয় উদ্বোধন করেন। অনুষ্ঠানে এসোসিয়েশন’র ১১টি থানা কমিটি নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন শোরুমের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।