স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার বিকেলে ছলিমপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩’শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা দেওয়া হয়েছে। মানবাধিকার তৃণমূল কেন্দ্রের পক্ষ থেকে এ সংবর্ধণার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মানবাধিকার তৃণমূল কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা ,ডাক্তার, কর্ণেল (অবঃ) আব্দুল গণি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন,সংগঠনের যুগ্ম মহাসচিব ও সেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন,সংগঠণের মহাসচিব আ,ত,ম,নাসিম। ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন,ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক মালিথা,শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী,সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও নায়েক (অবঃ) এম এ কাদেরসহ সহ অন্য মুক্তিয়োদ্ধা ও প্রধান শিক্ষকরা। অনুষ্ঠানে ছলিমপুর ইউনিয়নের ৮০ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩’শ কৃতি শিক্ষার্থীকে ম্যাডেল ও সনদপত্র দিয়ে সংবর্ধণা দেওয়া হয়।