নাটোর প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন প্রকল্প (২য়) পর্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২৫০জন নারী ওই উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায় গুরুদাসপুর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে তথ্য কেন্দ্রের কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাহিদ হাসান খান, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনসহ প্রমুখ।
উঠান বৈঠকে নারীদের উদ্দেশ্যে বক্তারা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর আলোচনা করেন।