গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় হরিভক্তি প্রদায়েনি সভা প্রাঙ্গনে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেছেন, দেশের অন্যান্য স্থানের ন্যায় গুরুদাসপুরের ৩২টি পূজামন্ডপেও একযোগে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। এদিন আইন শৃংখলা সমুন্নুত রেখে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, গুরুদাসপুরের মানুষ শান্তিপ্রিয়, তাই এখানে মুসলমানদের ঈদ উদযাপনে যেমন কোন প্রকার সম্প্রীতি নষ্ট হয়না তেমনি শারদীয় দুর্গোৎসবেও সকলের সহযোগিতায় আন্তরিকতার সাথে সম্প্রীতির বন্ধন অক্ষুন্ন রাখা হবে।
গুরুদাসপুর থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. জামিল আকতার, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, পৌর মেয়র শাহনেয়াজ আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, রেজাউল করিম সবুজ ফকির, বিমল চন্দ্র কুন্ডু, অসীম কুমার পাল প্রমূখ।