মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সাহিত্য সংসদ-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ৩০ সেপ্টেম্বর, ২০১৯ বিশ^বিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সংসদের উপদেষ্টা ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদের উপদেষ্টা ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জী, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন এবং জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সামছুল আলম শিবলী।
এছাড়াও বক্তব্য রাখেন, সাহিত্য সংসদের সাধারন সম্পাদক রাজিব দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক লব হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সভাপতি মোবারক হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি. পুঁথিপাঠ, চিঠিপাঠ, রম্য-নাটিকা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।