স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বাংলাদেশ আইনজীবি সহকারী সমিতির কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাংগঠণিক সফর উপলক্ষে পাবনা জেলা শাখা কার্যালয়ে আলোচনা সভা ও সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে পাবনা জেলা শাখা কার্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আইনজীবি সহকারী সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কেন্দ্রিয় সহ-সভাপতি এসএম আনিসুর রহমান,সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক আবুল হাসেম ইকু। পাবনা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন,নাটোর জেলা শাখার সভাপতি বাবর আলী,টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ফরহাদ আলী,বগুড়ার সহসভাপতি মোস্তাফিজুর রহমান,কুষ্টিয়ার সভাপতি আব্দুস সাত্তার,মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ রতন,পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। ব্ক্তারা সরকারকে হুসিয়ারী উচ্চারণ করে বলেন, আগামি শীতকালিন অধিবেশনে আইনজীবি সহকারী এ্যাক্ট পাস না করা হলে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। সারা দেশের আইনজীবি সহকারীদের অংশ গ্রহণেঢাকাসহ সারা দেশে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়। তারা বলেন, আইন মন্ত্রী ইতিপূর্বে বার বার আশ্বাস দিয়েও আইনটি পাস করেননি। তবে প্রধান মন্ত্রীর প্রতি বিশ্বাস আছে,তিনি আমাদের সমস্যা বুঝবেন এবং আইনটি পাস করে আইনজীবি সহকারীদের সামাজিক স্বীকৃতি দিবেন। অনুষ্ঠানে কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধণা প্রদান করা হয়।#