সোহেল রানা ঃ ‘কন্য শিশু অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসন ও পাবনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হল রুমে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসা: কানিজ আইরিন জাহান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদ নেওয়াজ। তিনি বলেন, কন্যা শিশু এখন সমাজের বা পরিবারের বোঝা নয়। ছেলে শিশুর পাশাপাশি কন্যা শিশুদেরও সমানভাবে প্রতিটি পরিবারকে সঠিকভাবে লালন-পালন করতে হবে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী একজন নারী, শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে নারীরা আজ দেশ পরিচালনা করছে। বাংলাদেশের সকল জায়গায় যেমন জেলা প্রশাসক নারী, পাইলট নারী, সেনাবাহিনীতেও নারীসহ সরকারি বেসরকারি প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রণী ভুমিকা রয়েছে। তাই আগামী দিনে সুখি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে নারীদের ভুমিক অপরিসীম। তাই আসুন আমরা সবাই মিলে এই দিবস থেকেই কন্যা শিশুদের যথাযথ ভাবে সুশিক্ষায় শিক্ষিত করি। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা সিটি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শামসুন্নাহার বন্যা, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন্নাহার জলি, নারী শিশু নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের পাবনা জেলা শাখার সভাপতি ও সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী। উক্ত আলোচনা অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন রীমা খাতুন ও গীতা পাঠ করেন অনন্য দেব নাথ। অনুষ্ঠানে অসংখ্য নারীসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মকর্তা/ কর্মচারীগণ উপস্থিত ছিলেন।