কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী গুরুতর আহত ঃ সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় বিস্ময়

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী আবিদুর রহমান @ আবেদ (৩৫) এর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার ঘঠনায় প্রায় ১মাস অতিবাহিত হবার পরও সন্ত্রাসীদের গ্রেফতার না করায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীসহ সচেতন মহল। অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা। আহত ব্যবসায়ী আবেদুর রহমান এর পিতা মো. দুরুদ আলী‘র কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলা ( নং- ২৬, তারিখ ঃ- ২৮/০৮/১৯ইং) ও গুরুতর আহত ব্যবসায়ী আবিদ সুত্রে জানা গেছে- গত ২৪ আগস্ট দিবাগত রাত একটায় শমশেরনগর বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে কেছুলোটিস্থ গ্রামের রাস্তায় আসার পর পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কেছুলুটি গ্রামের শফিক মিয়া (৩৬), সুমন মিয়া (২৭), ছায়াদ মিয়া (৩৮), নিজাম উদ্দিন (৩৭)সহ অজ্ঞাতনামা ৩/৪জন মিলে সন্ত্রাসী কায়দায় লোহার রড, দা দিয়ে হামলা চালিয়ে ব্যবসায়ী আবেদকে রক্তাক্ত জখম করে। এ সময় মোটর সাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। আবেদের হাল¬া চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। উলে¬খ্য- গত ২১/০৮/২০১৯ইং ব্যবসায়ী আবিদকে প্রাণ নাশের হুমকির ঘঠনায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী ( নং- ১০৩৮, ২১/০৮/১৯ইং) করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান- মামলাটি ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ তদন্ত করছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।