মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর এলাকায় শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমশিনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান।
এসময় উপজেলার ৩২টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের সকল ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টু, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ধীরেন্দ্র নাথ ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী অসীম কুমার পাল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী দিলীপ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার কর্মকার (কালা), দিবারাত্রী সম্পাদক অধ্যাপক আত্হার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে প্রতিটি পূজামন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।#